ভারতীয় দলের দরজা হয়তো চিরতরে বন্ধ হয়ে গেল শামির, দলে ফিরলেন শ্রেয়স, সিরাজ
নতুন পয়গাম, এম রহমান: ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি শামি। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তথাপিও একের পর এক সিরিজে তাঁকে ড্রপ করা হয়েছে। ঘরোয়া টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্সের পরে আশা করা হচ্ছিল অন্তত এবার তিনি জাতীয় দলে ডাক পাবেন। কিন্তু না, এবারও সঙ্গী সেই হতাশাই। জাতীয় দলের দরজা খুললো না বাংলার শামির জন্য।
তবে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের অভিযান শুরু হচ্ছে ১১ জানুয়ারি। তিন ম্যাচের এই সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। দলে প্রত্যাশামতো জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়ররা। ওডিআই দলে ফিরেছেন মহম্মদ সিরাজ। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত পঞ্চাশ ওভারের ঘরানায় জাতীয় দলে নিয়মিতো ছিলেন সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন। তবে কন্ডিশনের কারণে তাঁকে খেলানো হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে অবশ্য খেলেছিলেন। এদিকে সম্ভাবনা থাকলেও ১৫ জনের দলে সুযোগ পেলেন না ঋতুরাজ গায়কোয়াড়।
তবে শ্রেয়স আইয়ারের ফের দলে ফেরা নিঃসন্দেহে একটা বড় ব্যপার। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে। যে কারণে আটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। শোনা যাচ্ছিল, বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার ভাবনা বোর্ডের। সেইজন্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে যশপ্রীত বুমরাহ ও পান্ডিয়াকে রাখা হয়নি।
তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মহম্মদ শামি।কেননা ওয়াকিবহল মহলের ধারনা-
শামির জন্য হয়তো আর খুলবে না জাতীয় দলের দরজা!
(শনিবার বিসিসিআই-এর পক্ষ থেকে ঘোষিত)
ভারতীয় ওয়ানডে স্কোয়াড।
(শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কূলদীপ যাদব, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, যশস্বী জয়সওয়াল এবং অর্শদীপ সিং)








