আইপ্যাকের দপ্তরে ইডি হানা, প্রতিবাদ মিছিলে বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কার্যালয় এবং আইপ্যাক এর কর্ণধারের বাড়িতে ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রীর অভিযান এবং ফাইল নিয়ে বেরিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি চরম উত্তাল। এস আই আর আবহের পর রাজ্যের বিরোধী দলগুলি এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীর এই আচরণের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, বিজেপি রাজ্য এবং জেলা নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে। চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিক্ষোভ আন্দোলন চলাকালীন তার ওপর আক্রমণের প্রতিবাদে চন্দননগরের তালডাঙ্গা মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা। এদিকে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেধে যায় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে।








