আইএসএল-এ টালবাহানা অব্যাহত
নতুন পয়গাম, নিজস্ব সংবাদদাতা: অবশেষে নড়েচড়ে বসলো ফেডারেশন। আইএসএল টালবাহানায় সময় নষ্ট হয়েছে প্রচুর। কিন্তু সমাধান সূত্র এখনো বার হল না। ফলে আর অপেক্ষার সময় নেই।তাই আইএসএলে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চেয়ে ক্লাবগুলিকে বুধবার চিঠি পাঠাল ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ১ লা জানুয়ারির মধ্যে তাদের অবস্থান জানানোর নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে। অর্থাৎ ক্লাবগুলির হাতে সময় মাত্র এক দিন। শোনা যাচ্ছে, মোহন বাগান, জামশেদপুর, ইন্টার কাশী, পাঞ্জাব মোটামুটি খেলতে রাজি। ধীরে চলো নীতি নিয়েছে ইস্টবেঙ্গল। তবে ইনভেস্টর সিটি গ্রুপ সরে যাওয়ায় বিপাকে মুম্বই। অনিশ্চিত ওড়িশাও।
এদিকে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ ছাড়া এএফসির স্লট পাওয়া অসুবিধাজনক। তাই ফেডারেশন কর্তারা এশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে পরিবর্ত পরিস্থিতিতে স্লট সংরক্ষণের নিয়ম জানতে চায়। পাল্টা ফেডারেশনের কাছে লিগ আয়োজনের রূপরেখা চেয়ে পাঠায় এএফসি। তার জন্য অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। বৃহস্পতিবার সেই উত্তর পেয়ে গেলে চূড়ান্ত রূপরেখা এএফসিতে পাঠাবে ফেডারেশন। পাশাপাশি ২ রা জানুয়ারি ক্লাবগুলির অবস্থান জানিয়ে ক্রীড়ামন্ত্রকে রিপোর্ট পেশ করতে হবে কল্যাণ চৌবেদের।
আগামী ৫ জানুয়ারি খুলবে সুপ্রিম কোর্ট। তারপরেই হবে আইএসএল সংক্রান্ত মামলার শুনানি। তবে আসল সমস্যা আর্থিক। দু’টি ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে হলে অধিকাংশ দল স্পনসর সমস্যায় পড়বে। সেই ভর্তুকি মিটিয়ে লিগের খরচ মেটানো নিয়েও সংশয় থাকছে। আইএসএল কোন পথে- আজ অনেকটা ছবি পরিষ্কার হয়ে যাবে।








