আজ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ
নতুন পয়গাম, কলকাতা: আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। বাংলা মাধ্যম স্কুলে কলকাতার প্রার্থীদের ইন্টারভিউ হবে আজ ও কাল বুধবার। কাল-পরশু ইন্টারভিউ হবে ঝাড়গ্রামের প্রার্থীদের। জলপাইগুড়িতে ইন্টারভিউ হবে বৃহস্পতি ও শুক্রবার। রাজ্যে প্রাথমিক স্কুলে মোট শূন্যপদ ১৩ হাজার ৪২১। এর মধ্যে বাংলা মাধ্যমে প্রায় সাড়ে ১০ হাজার। সল্টলেকের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে ইন্টারভিউ হবে। উল্লেখ্য, ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ আগেই হয়ে গিয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের শংসাপত্র দেওয়াও চলছে।
প্রসঙ্গত, কর্মরত শিক্ষকদের এই শংসাপত্র সুপ্রিম কোর্টের রায়ে সুরক্ষাকবচ দেবে। এই রায় অনুযায়ী, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত শিক্ষকের টেট উত্তীর্ণ হওয়া আবশ্যিক। যাঁদের হাতে এই শংসাপত্র চলে আসবে, তাঁরা অনেকটাই নিশ্চিন্ত। এর পাশাপাশি, নতুন নিয়োগের ক্ষেত্রেও এই শংসাপত্র আবশ্যিক যোগ্যতার নথি হিসেবে কাজ করবে। ২০১২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের অবশ্য শংসাপত্র না থাকায় তাঁদের নামই তালিকা আকারে প্রকাশ করে দিয়েছে পর্ষদ। ফলে, কোনও সমস্যা হলে এসব প্রায় ১৮ হাজার প্রার্থী পর্ষদের তালিকাকেই নথি হিসেবে দেখাতে পারবেন। একই সঙ্গে ২০২০-২২ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে উন্নীত প্রায় ২০০০ প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে পর্ষদ। আদালতের রায়ে এই প্রার্থীরা ডিএলএড ডিগ্রির ভিত্তিতে নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার যোগ্য।








