চাঁচল সিদ্বেশ্বরী ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (চতুর্থ সেমেস্টার) প্রস্তুতি সভা
উমার ফারুক, নতুন পয়গাম, চাঁচল: মালদা জেলার চাঁচল সিদ্বেশ্বরী ইনস্টিটিউশনে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা (চতুর্থ সেমেস্টার) ২০২৬ নির্বিঘ্নে সম্পন্ন করতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা পরিচালনার প্রতিটি দিক নিয়ে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। জানা যায়, এবছর একই সঙ্গে চতুর্থ সেমেস্টার, সাপ্লিমেন্টারি, রেগুলার তৃতীয় সেমেস্টার ও পুরোনো সিলেবাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাঁচল উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মেইন ভেন্যু সহ মোট ৭টি ভেন্যুতে প্রায় ৬৩০০ পরীক্ষার্থী অংশ নেবে। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালদা জেলার যুগ্ম আহ্বায়ক মহম্মদ বাসিরুল ইসলাম, অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক ব্যোমকেশ সরকার, চাঁচল সিদ্বেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক পার্থ চক্রবর্তী সহ একাধিক শিক্ষক ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিরা।
সভায় পরীক্ষাসংক্রান্ত নিয়মাবলী ব্যাখ্যা করে মহম্মদ বাসিরুল ইসলাম বলেন, তৃতীয় সেমেস্টারের মতোই চতুর্থ সেমেস্টারের পরীক্ষাও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। মোবাইল নিষিদ্ধসহ সমস্ত নিরাপত্তা বিধি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক ব্যোমকেশ সরকার জানান, পরীক্ষার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করে স্বাক্ষর করতে হবে। সভাটি পরিচালনা করেন শিক্ষক জয়শংকর চৌধুরী।








