বারুইপুরে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত
নতুন পয়গাম: বারুইপুর অনিমা ভবনে ‘বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ’ এর উদ্যোগে আগামী ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংগঠনের বার্ষিক অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রবিবার। সভাটি সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন–এর সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি, শিক্ষক আব্দুর রউফ পাটুলির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন এলাকা থেকে আগত দায়িত্বশীল ও গুণীজনেরা উপস্থিত ছিলেন। আসন্ন বার্ষিক সম্মেলনকে কীভাবে সুষ্ঠু, সফল ও বর্ণাঢ্যভাবে আয়োজন করা যায়; সে বিষয়ে উপস্থিত বক্তারা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক ড. জাহান আলী পুরকাইত বিস্তারিতভাবে বিভিন্ন প্রস্তুতির দিক বিশ্লেষণ করে তুলে ধরেন।
এই সভায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ – বিভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ’ একটি অরাজনৈতিক সামাজিক গণসংগঠন হওয়ায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সক্রিয় উপস্থিতি সংগঠনটিকে এক ভিন্ন ও ইতিবাচক মাত্রা দিয়েছে। সভায় উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ. কে. এম. গোলাম মর্তুজা, প্রাক্তন ডি.আই. নজরুল হক সিপাই, আলিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. কাজী আলফ্রেড, অধ্যাপিকা সালেহা ম্যাডাম, সহ-সম্পাদক মাও ইউসুফ মল্লিক, ফাদার দেবাশীষ আড্ডি, ট্রেজারার নজরুল ইসলাম, পাস্টর লালমোহন, সমাজকর্মী আব্দুর রহমান, ড. সাবিনা ইয়াসমিন, শিক্ষক আ. হান্নান, মুর্শিদা বেগম প্রমুখ।
সভায় বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়- বিশেষত মুসলিম, দলিত, আদিবাসী ও খ্রিস্টানদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা, বৈষম্য, সামাজিক অবহেলা ও মব-লিঞ্চিংয়ের মতো গুরুতর বিষয়গুলোর ওপর আলোকপাত করেন এবং ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আগামী ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই মহতী ও বর্ণাঢ্য বার্ষিক অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের সম্মিলিত সহযোগিতা ও সহায়তা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।








