এমবিবিএস-এ ১ হাজার আসন বৃদ্ধির সম্ভাবনা
নতুন পয়গাম, কলকাতা: পশ্চিমবঙ্গে এমবিবিএসে আরও প্রায় এক হাজার আসন বাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্র জানা গিয়েছে, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর আসন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যে নতুন মেডিকেল কলেজ গড়ার জন্য আবেদন জানিয়েছে চার-পাঁচটি সংস্থা। ফলে রাজ্যে এমবিবিএস-এর আসন হাজার খানেক বেড়ে ৭ হাজার হতে পারে। এটা বাস্তবায়িত হলে প্রতি বছর ৬-৭ হাজার নতুন ডাক্তার পাস করে বেরবেন। তবে মেডিক্যালে এই আসন বৃদ্ধিতে চাহিদা ও জোগানের ভারসাম্য নিয়ে প্রশ্নও দেখা দিচ্ছে।
এরাজ্যে বর্তমানে ৪১টি মেডিকেল কলেজ রয়েছে। তার মধ্যে ২৪টি রাজ্য সরকারি, ২টি কেন্দ্রীয় সরকারি এবং ১৫টি বেসরকারি। আর রাজ্যে মেডিকেল কলেজগুলির মোট এমবিবিএস আসন সংখ্যা ৩,৮৭৪। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইএসআই জোকায় ১৫০, কল্যাণী এইমস-এ ১০০। বেসরকারি কলেজগুলির মোট আসন ২৩৫০। অর্থাৎ এমবিবিএস-এর মোট আসন ৬৪৭৪।
এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরে অনেক আলোচনার পর সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের ৫টি মেডিকেল কলেজে আসন আরও ৫০টি করে মোট ২৫০ বাড়ানো হবে। এছাড়া অন্তত ২০০ এমডি-এমএস আসনও বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য।








