নারী সুরক্ষায় পুলিশের মানবিক উদ্যোগ
নতুন পয়গাম, সাগরদিঘী: নারী সুরক্ষাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সাগরদিঘী থানার উদ্যোগে শুরু হলো সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ কর্মসূচি। রবিবার বিকেল আনুমানিক ৪টা নাগাদ সাগরদিঘী এস.এন. উচ্চ বিদ্যালয় মাঠে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। একই সঙ্গে পুনরায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সমাজমুখী কর্মসূচির উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাও। এ ছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও প্রবীর মণ্ডল, সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস, অভিনেতা রবিন দত্ত, শিক্ষক শচিন পাল, ভারতী হাঁসদা, সাজিবা খাতুন, ইতি সাহা সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন ক্যারাটে প্রশিক্ষণের সূচনার পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে ক্যারাটে ইউনিফর্ম তুলে দেওয়া হয়। এর ফলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস জানান, নারী সুরক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁর কথায়, সাগরদিঘীতে সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণের পাশাপাশি একেবারে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে মেয়েরা আত্মরক্ষা কৌশলে দক্ষ হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে আত্মনির্ভরশীল হতে পারে। পুলিশের এই মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতে নারী সুরক্ষা জোরদার করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।








