কবি রমেন্দ্র কুমার আচার্য্যচৌধুরী স্মৃতি পুরস্কার পেলেন কবি ও গল্পকার মানসী কবিরাজ
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: এবছর রমেন্দ্র কুমার আচার্য্যচৌধুরী স্মৃতি পুরস্কার পেলেন বিশিষ্ট কবি ও গল্পকার মানসী কবিরাজ। তাঁর “দয়ানিধি ও আয়নায় লেখা পর্যটন” কাব্যগ্রন্থটির জন্য এই পুরস্কার পেলেন তিনি। রবিবার রমেন্দ্র কুমার আচার্য্যচৌধুরী স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত চুঁচুড়া কিশোর প্রগতি সংঘের অনুষ্ঠান প্রেক্ষাগৃহে তাঁর হাতে একটি মানপত্র, স্মারক, মিষ্টান্ন এবং দশ হাজার টাকার অর্থমূল্যের চেক তুলে দেন বিশিষ্ট কবি সুমন গুন, দীপক রায়, দীপক রঞ্জন ভট্টাচার্য, প্রবীর রায়চৌধুরী, নিত্যরঞ্জন দেবনাথ প্রমুখ। স্মারক বক্তৃতা দেন সুমন গুন। এদিন একই সঙ্গে বর্ষীয়ান কবি সম্মোহন চট্টোপাধ্যায়কেও মানপত্র স্মারক এবং দুইহাজার টাকার প্রতীকি চেক তুলে দিয়ে রমেন্দ্র কুমার আচার্য্যচৌধুরী সম্মাননা প্রদান করা হয়। সুদূর উত্তরবঙ্গ থেকে ছুটে আসা কবি মানসী কবিরাজের সম্মাননা প্রদানকে কেন্দ্র করে আয়োজক সংস্থার পক্ষ থেকে এক সাহিত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দমুখর এই অনুষ্ঠানে পুরস্কৃত কাব্যগ্রন্থের উপর ঝআলোচনা করেন কবি দীপক রঞ্জন ভট্টাচার্য। কবি মানসী কবিরাজ পুরস্কার পাওয়ার পর তাঁর নিজের নিজের অনুভূতির কথা জানান। কবি সম্মোহন চট্টোপাধ্যায়কে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কবি দীপক রায়। এদিন দুটি পর্বের সাহিত্যানুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও গল্পকারেরা স্বরচিত কবিতা ও অণুগল্প পাঠ করেন।








