ট্যাপের জলে আতঙ্ক ইন্দোরে, বোতলের জলই ভরসা
নতুন পয়গাম, ইন্দোর: দেশের সবথেকে পরিচ্ছন্ন শহরের তকমা ধরে রাখা মধ্যপ্রদেশের ইন্দোরে ভয়াবহ জল বিপর্যয় দেখা দিয়েছে। গত কয়েকদিনে দূষিত জল পানের ফলে সৃষ্ট বমি ও ডায়রিয়া ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও প্রশাসনের দাবি ৬ থেকে ১০ জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ২০০ জন বাসিন্দা।
ইন্দোরের ভাগীরথপুরার মানুষ এখন মিউনিসিপ্যাল ট্যাপের জল পান করতে চরম আতঙ্কিত। গত ২-৩ বছর ধরে নোংরা জল সরবরাহের অভিযোগ থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন বাধ্য হয়ে তাঁরা বাজার থেকে জল কিনে খাচ্ছেন, যা গরিব মানুষের ওপর চাপ তৈরি করেছে। এমনকি চায়ের দোকানদাররাও গ্রাহকদের আশ্বস্ত করতে বোতলজাত জল ব্যবহার করছেন।
এই ট্র্যাজেডির জেরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মিউনিসিপ্যাল কমিশনার দিলীপ যাদবকে বদলি করেছেন এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনচার্জ, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার-সহ উচ্চপদস্থ কর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলাশাসক শিবম ভার্মা জানিয়েছেন, এলাকায় বর্তমানে এনজিও-র মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে এবং ট্যাপের জল অন্তত ১৫ মিনিট ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া জল বিশুদ্ধ করতে পাইপলাইনে ক্লোরিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে।
নর্মদা নদী থেকে আসা এই পানি সরবরাহ ব্যবস্থার ওপর তীক্ষ্ণ নজরদারি চালানো হচ্ছে। তবে ইন্দোরের মতো পরিচ্ছন্ন শহরে এমন প্রাণঘাতী পানি দূষণ প্রশাসনের গাফিলতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। এ নিয়ে কয়েকদিন ধরে দেশজুড়ে হইচই চলছে।








