শীতের রাতে ভরসা হাওড়া গ্রামীণ জেলা পুলিশ
নতুন পয়গাম, অতসী মণ্ডল, হাওড়া: শীতের তীব্র দাপটে যখন সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত, ঠিক তখনই মানবিক মুখ নিয়ে পাশে দাঁড়াল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে ও রাজাপুর থানার ব্যবস্থাপনায় খলিসানি মালপাড়ার প্রায় ৭০টি দরিদ্র পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই পরিবারগুলির অধিকাংশই দৈনিক শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। শীতের সময় তাঁদের কষ্টের কথা মাথায় রেখেই এই সহায়তা প্রদান করা হয়। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন হাওড়া গ্রামীণ জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী সুবিমল পাল, আইপিএস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও রাজাপুর থানার পুলিশ কর্মীরা। আইন রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের বার্তা দিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ আবারও জানিয়ে দিল– জনগণের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য।








