নতুন প্রধান বিচারপতি সুজয় পাল
নতুন পয়গাম, কলকাতা: কলকাতা হাই কোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সুজয় পাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ একাধিক বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট আইনজীবীরা।
শপথ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্ম তাঁর। রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে মধ্যপ্রদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি নিযুক্ত হন। পরবর্তীতে তেলাঙ্গানা হাই কোর্টে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের জুলাই মাসে কলকাতা হাই কোর্টে আসেন। গত সেপ্টেম্বর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এ দিন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।








