বেঙ্গল সুপার লিগে ড্র করেও শীর্ষে মুর্শিদাবাদ-মালদহ
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: বেঙ্গল সুপার লিগে সোমবারের খেলা থাকলো অমীমাংসিত।অরবিন্দ স্টেডিয়ামে এদিন মেদিনীপুর ও মুর্শিদাবাদ-মালদহ জেএইচআর রয়্যাল সিটি এফসি’র ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে।
তবে ১ পয়েন্ট পেলেও টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মুর্শিদাবাদ-মালদহ’র ফ্রাঞ্চাইজিটি। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে দাঁড়িয়ে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা আপাতত দ্বিতীয় স্থানে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। পক্ষান্তরে মেদিনীপুরের ঝুলিতে রয়েছে পাঁচ পয়েন্ট। তারাও খেলেছে ছয়টি ম্যাচ। তাদের অবস্থান ষষ্ঠ স্থানে। টেবিলের তলানিতে কোপা টাইগার্স বীরভূম। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে তারা। কোনওক্রমে ড্র করেছে একটিতে।
অন্যদিকে, আজ বিএসএলে রয়েছে দু’টি ম্যাচ। প্রথম খেলায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখোমুখি হবে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি ও সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ম্যাচ জিতে শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে মেহতাব হোসেনের সুন্দরবনের সামনে। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্র রয়েছে তাদের নামের পাশে। পক্ষান্তরে তিন পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার হাতছানি নর্থ বেঙ্গলের সামনে। দিনের অপর ম্যাচে বোলপুর স্টেডিয়ামে কোপা টাইগার্স বীরভূমের প্রতিপক্ষ উত্তর ২৪ পরগনা। টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখতে মরিয়া বীরভূমের দলটি।পাশাপাশি জয় পেতে মরিয়া উত্তর ২৪ পরগনাও।








