জয়নগর মজিলপুর পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রে কর্মবিরতিতে পৌর স্বাস্থ্য কর্মীরা
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পৌর স্বাস্থ্য কর্মীদের সরকারি স্বীকৃতি, ফিক্সড অনারিয়াম বৃদ্ধি, কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা, ইন্সেটিভ সহ অন্যান্য বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবিতে গত ২৩ শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি পালন করছে রাজ্যের স্বাস্থ্য কর্মীরা।পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের উদ্যোগে এই কর্ম বিরতি কর্মসূচি চলছে রাজ্যের প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রে। শনিবার জয়নগর মজিলপুর পৌরসভার মাতৃমঙ্গল শিশু মঙ্গল স্বাস্থ্য কেন্দ্রে এই কর্ম বিরতিতে অংশ নেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা। তারা এই দিন বলেন,তাদের দাবি গুলো যতাযত ভাবে পালন করুক সরকার। না হলে আগামী দিনে আমাদের এই আন্দোলন বৃহত্তর আকার নেবে।
আরও পড়ুন








