বাংলা পক্ষের ইলিয়াস মোল্লার উদ্যোগে গড়ে উঠল এম কে এস হাসপাতাল
নতুন পয়গাম, জসিমুদ্দিন মোল্লা: বাংলা পক্ষের সহযোদ্ধা ইলিয়াস মোল্লার উদ্যোগে চণ্ডীতলার ভগবতীপুরে গড়ে উঠছে এম কে এস হাসপাতাল। এই উদ্যোগকে কেন্দ্র করে গত ৪ জানুয়ারি হাসপাতাল চত্বরে এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য মনন মণ্ডল, হুগলি জেলা সম্পাদক কৌশিক চট্টোপাধ্যায়, দপ্তর সম্পাদক সুমন বন্দ্যোপাধ্যায়-সহ সংগঠনের বিভিন্ন সহযোদ্ধারা।
রক্তদান শিবিরে শতাধিক গ্রামবাসী স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ইসিজি, সুগার, রক্তচাপ, থাইরয়েড পরীক্ষা এবং চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শের ব্যবস্থাও ছিল। এদিন একই সঙ্গে ন্যায্য মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবারও উদ্বোধন করা হয়। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডঃ গর্গ চট্টোপাধ্যায় এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন। তিনি বলেন, আপাতত এই অ্যাম্বুলেন্স ভগবতীপুর থেকে অসুস্থ রোগীদের কলকাতায় নিয়ে যাবে। তবে অদূর ভবিষ্যতে এম কে এস হাসপাতাল সম্পূর্ণ হলে কলকাতা থেকে রোগী যেমন এখানে আসবেন, তেমনই গ্রামের মানুষকে আর চিকিৎসার জন্য কলকাতায় যেতে হবে না। সুলভ মূল্যে গ্রামবাসীরা এখানেই সমস্ত চিকিৎসা পরিষেবা পাবেন।
ইলিয়াস মোল্লার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ডঃ গর্গ চট্টোপাধ্যায় বাঙালি ব্যবসায়ীদের আহ্বান জানান – বাংলার গ্রামে গ্রামে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। এর ফলে চিকিৎসার নামে বহিরাগত অসাধুদের প্রতারণা যেমন বন্ধ হবে, তেমনই বাঙালি পরিচালিত হাসপাতালগুলিতে কাজের সুযোগ পাবেন বাঙালি তথা বাংলার ভূমিপুত্ররা।








