একাদশ বর্ষীয় সামসি বইমেলার উদ্বোধনে পড়ুয়াদের বইমুখী করার বার্তা
নতুন পয়গাম, উমার ফারুক, মালদা: মালদার রতুয়া-১ ব্লকের সামসি এগ্রিল হাই স্কুল প্রাঙ্গণে একাদশ বর্ষীয় সামসি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন মেলার উদ্বোধন করেন প্রখ্যাত চিকিৎসক তথা এগ্রিল হাই স্কুলের প্রাক্তন ছাত্র তাপস কুমার সরকার। মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) করণের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত বইমেলায় ‘ছাত্র সপ্তাহ ২০২৬’ উদযাপন করা হচ্ছে। বইমেলার ব্যানার নিয়ে পড়ুয়া এবং বইপ্রেমী মানুষজন এক বর্ণাঢ্য পদযাত্রায় সামিল হন। মেলা চলবে আগামী ৭জানুয়ারি পর্যন্ত।
বইমেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, বইমেলার মাধ্যমে এই এলাকার শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটানো। পড়ুয়াদের বইমুখী ও সংস্কৃতি মনস্ক করে তোলা। এবারের মেলায় বই ও অন্যান্য স্টল মিলে ৪০টি স্টল করা হয়েছে। মেলার জন্য নয় লক্ষ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলার মূল মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী রবিবার বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসি আউটপোস্টের ইনচার্জ রাম সাহা,বইমেলা কমিটির সভাপতি মতিউর রহমান, সম্পাদক অমূল্য মণ্ডল, কোষাধ্যক্ষ দিলীপ যাদব সহ অন্যান্য বিশিষ্ট জন।
বইমেলার অন্যতম পৃষ্ঠপোষক তথা সামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে বলেন, বইমেলায় ‘ছাত্র সপ্তাহ ২০২৬’ উদযাপন করা হচ্ছে। বইমেলা আয়োজনের মূল উদ্দেশ্য মোবাইল আসক্তি থেকে নতুন প্রজন্মের পড়ুয়াদের বইমুখী করা। এলাকায় শিক্ষা ও সংস্কৃতির বিকাশেও মেলা সহায়ক ভূমিকা পালন করবে।








