বড়জোড়া উৎসবের মঞ্চ থেকে জনসচেতনতার পাঠ, উদ্যোগে বড়জোড়া থানা
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বড়জোড়া একটি উল্লেখযোগ্য শিল্প তালুক। শিল্পাঞ্চলের পাশাপাশি পার্শ্ববর্তী একাধিক কয়লা খনির কারণে বড়জোড়া একটি গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে গড়ে উঠেছে। আধুনিক সুযোগ-সুবিধা ও কর্মসংস্থানের কারণে এলাকায় জনসংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের ঘটনাও। সাধারণ মানুষকে এই ধরনের অপরাধ থেকে সচেতন ও সুরক্ষিত রাখার উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় বড়জোড়া পুলিশ থানার উদ্যোগে বড়জোড়া উৎসব ও বইমেলা প্রাঙ্গণে একটি সাইবার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার মাননীয় পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তাঁর টিম, পাশাপাশি বড়জোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তাঁর সহকর্মীরা। অনুষ্ঠানে সাধারণ মানুষকে অনলাইন প্রতারণা, ফিশিং, ওটিপি স্ক্যামসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের বিষয়ে অবহিত করা হয় এবং এসব অপরাধ থেকে আত্মরক্ষার উপায় ও ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।








