হরিশ্চন্দ্রপুর বইমেলায় আইনি সহায়তা শিবির: সাধারণ মানুষের পাশে আইনজীবী ওয়াসিম আকরাম
নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত, মালদহ: প্রথমবারের মতো আয়োজিত হরিশ্চন্দ্রপুর বইমেলা ২০২৬ কে ঘিরে বইপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয় অনন্য রকম আগ্রহ। বই বিক্রি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাচক্রের পাশাপাশি এ বছর বইমেলার সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণ হয়ে ওঠে পাঁচ দিনব্যাপী ‘বিনামূল্যে আইনগত সহায়তা ও আইনি সচেতনতা শিবির’। শিবিরের নেতৃত্বে ছিলেন হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ওয়াসিম আকরাম। মানবিক উদ্যোগ হিসেবে পরিচালিত এই শিবিরে দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক ও ভূমি সংক্রান্ত সমস্যাসহ নানা বিষয় নিয়ে বিনা খরচে আইনগত পরামর্শ প্রদান করা হয়। স্থানীয় গ্রামাঞ্চল থেকে ইসলামপুর, ভোপতাবাড়ি, কুতুবগঞ্জ, বকচিয়া, চৌসা সহ বিভিন্ন অঞ্চলের মানুষেরা প্রতিদিন ভিড় জমান শিবিরের টেবিলের সামনে। আয়োজক সূত্রের খবর, পাঁচ দিনে এক হাজারেরও বেশি মানুষ এই আইনি সহায়তা গ্রহণ করেছেন। অনেকেই জানিয়েছেন, আইনের জটিল নিয়ম-কানুন ও প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে প্রায়ই ধোঁয়াশার মতো থাকে। ফলে মামলা-মোকদ্দমাসহ দৈনন্দিন আইনি জটিলতা নিয়ে অনেকেই সঠিক দিকনির্দেশনা পান না। সেই প্রেক্ষিতে বইমেলার মতো সাংস্কৃতিক ও শিক্ষামুখী পরিবেশে আয়োজিত এই শিবির মানুষের কাছে বিশেষ উপকারী হয়েছে।
অনেক মহিলা এবং প্রবীণ নাগরিকও পারিবারিক বা সম্পত্তি-সংক্রান্ত সমস্যার বিষয়ে গুরুত্বের সঙ্গে পরামর্শ গ্রহণ করেছেন। নিজের অভিজ্ঞতা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়াসিম আকরাম সকল প্রশ্নের উত্তর দেন সহজ, সংক্ষিপ্ত ও বোধগম্য ভাষায়। তিনি বলেন, আইন সাধারণ মানুষের জন্য কিন্তু অধিকাংশ মানুষ আইনের সঠিক পথ জানেন না। তাই সচেতনতা বাড়লে অকারণ হয়রানি ও আর্থিক ক্ষতি অনেকটাই কমানো যায়। পাশাপাশি তিনি ভবিষ্যতেও হরিশ্চন্দ্রপুরসহ জেলার বিভিন্ন স্থানে এ ধরনের শিবির আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, বইমেলা শুধুমাত্র বইকেন্দ্রিক নয়; সমাজসংস্কৃতি, শিক্ষা, সচেতনতা এবং জনস্বার্থ এই চারটি স্তম্ভকে ভিত্তি করে বইমেলাকে আরও অর্থবহ করে তোলাই তাদের উদ্দেশ্য। তাই আইনগত সহায়তা শিবির মানুষের কাছে বিপুল সাড়া ফেলেছে দেখে তারা এ উদ্যোগকে আগামী বছরগুলোতেও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বইমেলায় আগত সাধারণ মানুষদের মতে, “আইনের কাছে যাওয়া মানেই খরচ, দৌড়ঝাঁপ এবং সময় নষ্ট” এই ধারণা ভেঙে দিয়েছে আইনি সহায়তা শিবিরটি। জনগণের পাশে দাঁড়িয়ে আইন ও মানুষের সম্পর্ককে আরো সহজ ও মানবিক করে তোলা হরিশ্চন্দ্রপুর বইমেলা ২০২৬–এর এই উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন দৃষ্টান্ত।








