‘বিচার হবে বিচারালয়ে মিডিয়াতে নয়’ শীর্ষক আলোচনা চক্র হরিশ্চন্দ্রপুর বইমেলায়
নতুন পয়গাম ,মালদা: মালদার হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বইমেলার শেষ দিন বুধবার এক আলোচনা চক্র সকলের নজর কেড়েছে। এদিন সন্ধ্যার পর ‘বিচার হবে বিচারালয়ে মিডিয়াতে নয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুর বইমেলার মূল মঞ্চে। আপনা চ্যারিটি এন্ড ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই সভা পরিচালিত হয়। উক্ত আলোচনা চক্রে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাজদীপ ভট্টাচার্য, আইনজীবী আদর্শ পাণ্ডে, শিক্ষক ড. উমার ফারুক, আইনের দুই ছাত্র তুহিন মণ্ডল ও আসিফ করিম। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন আইনের ছাত্র সাজিদ হাসান।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই আলোচনা সভার প্রাসঙ্গিকতা বক্তারা তুলে ধরেন। আইনজীবী রাজদীপ ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিচার বিভাগের কাজ বিচার করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে বিচারের দায়িত্ব মিডিয়া নিজের কাঁধে তুলে নিচ্ছে। মিডিয়ায় নিজের মতো করে বিচারাধীন বিষয়ে রায় ঘোষণা করে দিচ্ছে। এই প্রবণতা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এই বিষয়ে আইনজীবী আদর্শ পাণ্ডে তাঁর বক্তব্যে বলেন,বিচার বিভাগের কাজ যদি মিডিয়া দিয়েই হতো তবে আইন কলেজ,বিচার বিভাগের প্রয়োজন হতো না। প্রত্যেক বিভাগের স্বতন্ত্র কাজ রয়েছে। একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার কোনো ভাবেই খর্ব করা যাবে না।
ড. উমার ফারুক তাঁর বক্তব্যে বলেন, আইনসভা, শাসনবিভাগ, বিচারবিভাগ এবং গণমাধ্যম এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধনের কাজ করবে। সঠিক তথ্য ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সজাগ করা। সেইসঙ্গে সরকারের নির্ধারিত প্রকল্প ও কর্মকাণ্ডের প্রতি সজাগ দৃষ্টি রেখে সরকারকে সঠিক পথে পরিচালনা করা। আইনের দুই ছাত্র তুহিন মণ্ডল ও আসিফ করিম উভয়েই বিচার বিভাগ ও মিডিয়ার কাজের পরিধি সম্পর্কে আলোকপাত করেন।








