জনতা উন্নয়ন পার্টির প্রতিবাদ কর্মসূচি, শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ হুমায়ুন কবিরের
নতুন পয়গাম: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় জনতা উন্নয়ন পার্টি (JUP)-র ডাকে বুধবার অনুষ্ঠিত হল এক বৃহৎ প্রতিবাদ সভা। কর্মসূচিতে দলের চেয়ারম্যান হুমায়ুন কবির সহ একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রাজনৈতিক উত্তাপ ছড়ায় এলাকাজুড়ে। সভাকে কেন্দ্র করে হরিহরপাড়ায় বিপুল সংখ্যক মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, রাজ্যজুড়ে দুর্নীতি বেড়েই চলেছে, বেকারত্বে বিপর্যস্ত যুবসমাজ এবং সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার কোনও সমাধান হচ্ছে না। তিনি আরও জানান, জনতা উন্নয়ন পার্টি সবসময়ই সাধারণ মানুষের অধিকার ও স্বার্থরক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ভবিষ্যতেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও এলাকার একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। এই প্রতিবাদ সভার মাধ্যমে জনতা উন্নয়ন পার্টি হরিহরপাড়া সহ গোটা মুর্শিদাবাদ জেলায় তাদের সাংগঠনিক শক্তি ও জনভিত্তির বার্তা আরও একবার স্পষ্ট করে দিল।








