ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠিত হলো এক দিবসীয় তৃতীয় বর্ষের আন্তঃরাজ্য ও বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতা। রবিবার ধূপগুড়ির মিলনী ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতার মধ্য দিয়েই ধূপগুড়ি প্রেস ক্লাবের সারস্বত উৎসব ২০২৬-এর শুভ সূচনা হলো। এবছর প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য বিহার ও আসাম থেকে আগত দাবাড়ুরা অংশগ্রহণ করেন। মোট চারটি বিভাগে (অনূর্ধ্ব ৮, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৪ ও ওপেন বিভাগ) প্রায় ১২০ থেকে ১৪০ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় নিজেদের দক্ষতার পরিচয় দেন। অনূর্ধ্ব ৮ বিভাগে চার রাউন্ড এবং অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৪ ও ওপেন বিভাগে ছয় রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়।
আন্তঃরাজ্য এই দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট দাবা খেলোয়াড় দিলীপ কুমার মিত্র এবং ডক্টর তপন কুমার ঘোষ।প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, ওপেন বিভাগে ৫.৫ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেন অঙ্কিত দাস। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে ত্রিপর্ণ ঘোষ এবং সৌম্যদীপ রাহা। অনূর্ধ্ব ১৪ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে রুদ্র সরকার, শ্রীহান বর্মন ও অর্চিস্মান গোপ।
অনূর্ধ্ব ১১ বিভাগে প্রথম তিন স্থানাধিকারী হলেন নিশান মণ্ডল, রিশান ভৌমিক ও আরিশ হালদার। অনূর্ধ্ব ৮ বিভাগে সেরা তিন দাবাড়ু হলেন ইভান বসাক, প্রজ্ঞান মিত্র ও কুঞ্জ আগরওয়াল। রাজ্য দাবা সংস্থার অনুমোদিত এই টুর্নামেন্টটি পরিচালনা করেন জেলা দাবা সংস্থার অভিজ্ঞ বিচারকরা। ধূপগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক সপ্তর্ষি সরকার জানান, প্রতিবছরের মতো এ বছরও সরস্বতী পূজাকে কেন্দ্র করে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আগামী ২১শে জানুয়ারি ধূপগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এই দাবা প্রতিযোগিতা ধূপগুড়িতে ক্রীড়া ও সংস্কৃতির মিলিত উৎসব হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মত প্রকাশ করেন আয়োজকরা।








