ছুটছে ভারতের বিজয়-রথ
এম.রহমান, তিরুবনন্তপুরম: একেবারে চারে চার! ছুটছে ভারতের বিজয়-রথ।
ঘরের মাঠে ধবলধোলাইয়ের দুঃস্বপ্ন তাড়া করছে তাদের।
এদিন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা’র দাপটে রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে ভারত তুলল দুই উইকেটে ২২১। মহিলাদের ক্রিকেটে এই ফরম্যাটে যা ভারতের সর্বাধিক স্কোর। জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেটে থামল ১৯১ রানে। গ্রিনফিল্ড স্টেডিয়ামে হরমনপ্রীত কাউর ব্রিগেডের জয় এল ৩০ রানে। একই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ এগিয়ে গেলেন তাঁরা। মঙ্গলবার এই মাঠেই সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। সেখানে বিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবেন স্মৃতি, শেফালিরা।
দাপুটে জয়ের দিনে ক্রিকেটমহলে স্বস্তির ছোঁয়া এনেছে মান্ধানার হাফ-সেঞ্চুরি। এই সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। ফিসফাস চলছিল, পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার কারণেই মানসিকভাবে বিধ্বস্ত স্মৃতি। সেটাই প্রতিফলিত পারফরম্যান্সে। কিন্তু তা যে নিছকই জল্পনা, সেটা এদিনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়েই স্পষ্ট। ৪৮ বলে ১১টা চার ও তিনটি ছক্কায় মান্ধানা করলেন ৮০। স্ট্রাইক রেট ১৬৬.৬৬! চতুর্থ ব্যাটার হিসেবে মহিলাদের ক্রিকেটে দশহাজার রানের গণ্ডিও পেরলেন। ইনিংসের (২৮১) বিচারে তিনিই দ্রুততম। মিতালি রাজ (২৯১ ইনিংস), শার্লটে এডওয়ার্ডস (৩০৮ ইনিংস), সুজি বেটসরা (৩১৪ ইনিংস) রয়েছেন পরে।
সঙ্গী ওপেনার শেফালিও যথারীতি ঝড় তুললেন। চলতি সিরিজে এটা তাঁর তৃতীয় অর্ধশতরান। এদিন ৪৬ বলে করলেন ৭৯। মারলেন এক ডজন বাউন্ডারি ও একটি ছক্কা। ওপেনিং জুটিতে দু’জনে তোলেন রেকর্ড ১৬২। এই ফরম্যাটে যে কোনও উইকেটে যা ভারতীয় রেকর্ড। এই নিয়ে চতুর্থবার স্মৃতি-শেফালির জুটিতে উঠল একশোর উপর রান। ২০১৯ সালে গ্রস আইলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁরা তুলেছিলেন ১৪৩। এদিন সেটাকেই ছাপিয়ে গেলেন। একসময় দু’জনের মধ্যে কে প্রথমে সেঞ্চুরি করবেন, সেই লড়াই চলছিল। কিন্তু আশা জাগিয়েও পর পর ফেরেন শেফালি-স্মৃতি। এরপর অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ২৩ বলে ৫৩ রান যোগ করেন হরমনপ্রীত ও রিচা ঘোষ। তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন বঙ্গকন্যা। মাত্র ১৬ বল খেলে রিচা অপরাজিত থাকেন ৪০ রানে। আড়াইশো স্ট্রাইকরেটে মারলেন চারটি চার ও তিনটি ছক্কা। ক্যাপ্টেন হরমনপ্রীত ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি শ্রীলঙ্কা। কিন্তু হাসিনি পেরেরা (২০ বলে ৩৩) ফেরার পর চাপে পড়ে যায় তারা। ক্যাপ্টেন চামারি আটাপাত্তু (৩৭ বলে ৫২) মারতে গিয়ে আউট হতেই শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা শেষ। আস্কিং রেট ক্রমশ তাদের নাগালের বাইরে চলে যায়। ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন অরুন্ধতী রেড্ডি, বৈষ্ণবী শর্মা। একটি শিকার শ্রী চরণীর। যাইহোক, নিয়মরক্ষার ম্যাচেও ভারত যা খেলছে,তাতে হোয়াইটওয়াশ হওয়া শ্রীলঙ্কার কপালে নাচছে।








