৪১তম বাঁকুড়া জেলা বই মেলার উদ্বোধন, মেলাকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: বুধবার বাঁকুড়া শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল ৪১তম বাঁকুড়া জেলা বই মেলা। এবছর মেলাটি বসেছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ গ্রাউন্ডে। বিশিষ্ট সাহিত্যিক মাননীয় ভগীরথ মিশ্র বই মেলার শুভ উদ্বোধন করেন। “বইকে ভালোবেসে হাঁটুন” – এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। জেলা গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রা বাঁকুড়া খ্রিস্টান কলেজ গ্রাউন্ডে বইমেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পদযাত্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য বইপ্রেমী মানুষ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এবছর বাঁকুড়া জেলা বই মেলার থিম রাখা হয়েছে– “ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার”। জেলার বিশিষ্ট সমাজসেবী কাশীনাথ মিশ্রের স্মরণে এবছরের বই মেলা উৎসর্গ করা হয়েছে বলে জানান বই মেলার সম্পাদক তথা জেলা গ্রন্থাগারিক মার্শাল টুডু এবং অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নকুল চন্দ্র মাহাতো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সিয়াদ এন, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি-সহ জেলার বিভিন্ন বিধানসভার জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই বই মেলাকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।








