রঘুনাথগঞ্জে ‘নতুন দিশা’ কো-অপারেটিভ সোসাইটির শুভ উদ্বোধন
নতুন পয়গাম, রঘুনাথগঞ্জ: সমাজের নিম্নবিত্ত ও সাধারণ মানুষের আর্থিক সহায়তা এবং স্বাবলম্বন গড়ে তোলার লক্ষ্য নিয়ে রঘুনাথগঞ্জের কুলগাছি বটতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘নতুন দিশা ক্রেডিট ও কো-অপারেটিভ সোসাইটি’। জানা গেছে, এটি একটি সম্পূর্ণ বিনাসুদে আর্থিক লেনদেনভিত্তিক প্রকল্প। জামাআতে ইসলামি হিন্দের ইছাখালি মোকামের মোকামী আমীর মাওলানা নাসিরুদ্দিন ও তাঁর সহযোগী দলের আন্তরিক প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সমাজে নতুন দিশা ও আশার আলো ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসকে উপস্থিত সাধারণ মানুষ স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হালকা ডা. মশিহুর রহমান। তিনি তাঁর বক্তব্যে সমাজ গঠনে ইসলামী অর্থনীতির গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন। পাশাপাশি নবী মুহাম্মদ (সা.)-এর যুগ থেকে শুরু করে ইসলামী খেলাফতকাল, বিশেষত উমর বিন আব্দুল আজিজ (রহ.)-এর সময়কার সোনালি ইতিহাসের উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহুলাত মাইক্রোফিন্যান্স সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নতুন দিল্লি) রাম কৃপাল কুমার। তিনি সারা ভারতবর্ষ জুড়ে সংস্থার শতাধিক শাখার কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সেক্রেটারি হালকা সহ বিভিন্ন রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা।
নতুন দিশা কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মো. মুত্তালেব, ভাইস চেয়ারম্যান ডা. মাসউদ হাসান ও সেক্রেটারি মাওলানা মো. নাসিরুদ্দিন তাঁদের বক্তব্যে এই সংস্থা গড়ে তুলতে গিয়ে যে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং মানুষের সহযোগিতা কীভাবে পেয়েছেন, সে বিষয়ে তিক্ত-মিষ্ট অভিজ্ঞতা ভাগ করে নেন। সংস্থা সূত্রে জানা গেছে, এই কো-অপারেটিভ সোসাইটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কেবল গ্রাহক নন, বরং মালিকানা স্বত্বপ্রাপ্ত সদস্য হিসেবে বিবেচিত হবেন। গত তিন বছরে প্রায় ৫০০ জন মানুষ এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিন শতাধিক মানুষকে বিনাসুদে ঋণ দিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। ১৮ বছরের ঊর্ধ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী-পুরুষ সকলেই এই সোসাইটির সদস্য হতে পারবেন বলে জানানো হয়েছে। কীভাবে সদস্য হওয়া যাবে, কীভাবে আমানত রাখা ও প্রয়োজন অনুযায়ী টাকা তোলা যাবে, এবং সংস্থা কীভাবে মানুষের পাশে থাকবে। এই সব তথ্য জানাতে খুব শীঘ্রই একটি তথ্যভিত্তিক ফোল্ডার প্রকাশ করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন।








