নদীর চর কেটে বেআইনি ইট তৈরি, কুলতলিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
নতুন পয়গাম, হাসান লস্কর, সুন্দরবন: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মধুসুদনপুর এলাকায় নৈপুকুরিয়া নদীর চর কেটে নদীর মধ্যেই বেআইনিভাবে ইট তৈরির কাজ চলার অভিযোগ উঠেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ফের নতুন করে এই কাজ শুরু হওয়ায় এলাকায় চরম ক্ষোভের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা সুভাস মন্ডলের অভিযোগ, এলাকার কিছু বাসিন্দা ও বাইরের কিছু লোক মিলেই এই বেআইনি ইটভাটা চালাচ্ছে। তাঁর দাবি, কুলতলি ব্লকের একাধিক এলাকাতেই একই ধরনের বেআইনি কার্যকলাপ চলছে। এর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা ভবিষ্যতে নদী ও সুন্দরবনের অস্তিত্বের জন্য বড় বিপদের কারণ হতে পারে।
এ বিষয়ে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার নেতা উত্তম হালদার অভিযোগ করে বলেন, পুলিশের নাকের ডগায় এইসব বেআইনি কাজ চলছে এবং এর সঙ্গে শাসকদলের নেতারা জড়িত। অন্যদিকে সিপিআইএমের কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল দাবি করেন, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের নেতারা এই বেআইনি কর্মকাণ্ডে যুক্ত এবং প্রশাসনের একাংশও এতে জড়িত রয়েছে। এমনকি এই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যায় বলেও অভিযোগ করেন তিনি। যদিও কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ সাহাদাত শেখ জানান, প্রশাসনের পক্ষ থেকে আগেই এই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি আশ্বাস দেন, নতুন করে বেআইনি কাজ শুরু হওয়ার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নদী ও নদীর চর কাটা নিয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে বলেও তিনি জানান।








