বিশ্ব ইজতেমা পরিদর্শনে হুগলিতে হুমায়ুন কবির, গো ব্যাক স্লোগান তৃণমূলের
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ আগামী ২ থেকে ৫ জানুয়ারি হুগলির পোলবা দাদপুরের পুইনানে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা। তার দুদিন আগে ইজতেমা স্থল পরিদর্শনে আসেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবির। তাঁর এই আগমনে ইজতেমা স্থলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হুমায়ুন কবিরের দাবি, ইজতেমা স্থলে তিনি নামাজ পড়তে আসেন। কিন্তু ঢোকার মুখেই তাঁকে বিক্ষোভ দেখানো হয়, পরে যে স্থানে ইজতেমা অনুষ্ঠিত হবে সেখানে যাওয়ার পরই তাঁকে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে।
যদিও তৃণমূলের দাবি হুমায়ুন মিথ্যা কথা বলছেন, তৃণমূল ইজতেমা আয়োজন করেনি।তাই বিক্ষোভের অভিযোগের প্রশ্নই ওঠে না এবং সম্পূর্ণ মিথ্যা। তিনি ধর্মীয় অনুষ্ঠান স্থানে এসে রাজনীতি করছেন।
এ প্রসঙ্গে হুমায়ুন বলেন যথাসময়ে এর জবাব তৃণমূল নেত্রী পাবেন। প্রসঙ্গত আগামী ২ থেকে ৫ জানুয়ারি হুগলির পোলবা দাদপুরের পুইনানে হচ্ছে বিশ্ব ইজতেমা। সেখানে লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ যোগ দেবেন। গত এক মাস ধরে চলছে তার প্রস্তুতি। এই আবহে ধর্ম সম্মেলনে মুসলিম সম্প্রদায়ের মানুষদের আনাগোনা চলছে। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এই ধর্মীয় সম্মেলন হবে। আজ সেখানে এসেছিলেন হুমায়ুন কবির। আর তাঁর এই আসাকে কেন্দ্র করে বাদানুবাদ শুরু হয় বলে অভিযোগ।








