শিক্ষার আলো ছড়াতে চালতাবেড়িয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
নতুন পয়গাম, এম এম ইসলাম, ভাঙড়: শিক্ষার মাধ্যমে সমাজগঠনের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়ায় নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হলো কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চালতাবেড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সংস্থার চতুর্থ বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আল আমান চিল্ড্রেন একাডেমির সভাঘরে। অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ মোঃ আজহারউদ্দিন বৈদ্যের কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাস্তরের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। মক্তব ও আইসিডিএস থেকে শুরু করে মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষায় সাফল্য অর্জনকারী ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। মোট ৪৫ জন কৃতি পড়ুয়ার হাতে গোলাপ, সম্মাননা স্মারক, শংসাপত্র ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক মহম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে সাফল্যের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, নিয়মিত অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে এগিয়ে চলা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত সালাউদ্দিন মোল্লা, শিক্ষক অজিত কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী মোঃ মহাইমেনউদ্দিন ও মোঃ মোশারফ হোসেন সহ এলাকার বহু শিক্ষক ও সমাজকর্মী। যৌথ সঞ্চালনায় ছিলেন বুরহান উদ্দিন মোল্লা ও মোঃ মুজাহিদ হোসেন।








