সাগরদিঘিতে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ৪
নতুন পয়গাম, সাগরদিঘি: মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কাবিলপুর এলাকায় বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কাবিলপুরের কয়েলপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজিরও বেশি হেরোইন উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য দুই থেকে আড়াই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, লালগোলা থানার বাসিন্দা ইব্রাহিম শেখের বোনের বাড়ির ছাদের উপর অত্যন্ত কৌশলে ওই মাদক লুকিয়ে রাখা ছিল। দীর্ঘদিন নজরদারির পর পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি পরিশুদ্ধ হেরোইন পাউডার এবং দুই কেজি ২০০ গ্রাম অপরিশুদ্ধ হেরোইন পাউডার উদ্ধার করে।
এই ঘটনায় কাবিলপুরের বাসিন্দা রকিবুল শেখ, তাঁর স্ত্রী মোমিনা বিবি, হাসিনা বিবি-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লালগোলার বাসিন্দা ইব্রাহিম শেখ দীর্ঘদিন ধরে ওই বাড়িটিকে মাদক মজুদের গোপন আস্তানা হিসেবে ব্যবহার করছিল। উদ্ধার হওয়া হেরোইন আন্তঃরাজ্য পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলেও সন্দেহ। জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল জানান, এটি একটি সুসংগঠিত মাদকচক্রের কাজ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।








