সুবর্ণ জয়ন্তী উদযাপন হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, লালগোলা: ধাপে ধাপে অর্ধশতকের পথ অতিক্রম করল লালগোলার হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। দিনের শুরুতেই ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিক সূচনা হয়। শোভাযাত্রাটি মাদ্রাসা চত্বর প্রদক্ষিণ করে গোটা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। এই উপলক্ষে ‘সুবর্ণ বার্তা’ নামে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, বিশিষ্ট ব্যক্তিত্ব আজিজুর রহমান, মো. ফাইজুদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম সহ বহু শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা তাঁদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষাগত মান, শৃঙ্খলাবোধ এবং সমাজ নির্মাণে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম জানান, সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পবিত্র কোরআন তেলাওয়াত (কেরাত), গজল পরিবেশন সহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানজুড়ে ছাত্রছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাধ্যমে হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা অতীতের ঐতিহ্যকে স্মরণ করে ভবিষ্যতের পথে নতুন প্রত্যয়ে এগিয়ে চলার বার্তা প্রদান করল।








