লোহাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম: ‘মানবতার সেবায়; মানুষের পাশে’- এই স্লোগানকে সামনে রেখে বীরভূমের লোহাপুরে রবিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (HWF)-এর পরিচালনায় এবং জামা’আতে ইসলামী হিন্দ (JIH)-এর ব্যবস্থাপনায় লোহাপুর-কাঁটাগোড়িয়া মোড় সংলগ্ন জুনিয়র বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এই শিবিরে এলাকার বহু সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। শিবিরে অ্যালোপ্যাথি, চক্ষু পরীক্ষা ও হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা ছিল। চিকিৎসা পরিষেবায় অংশগ্রহণ করেন শিশু বিশেষজ্ঞ ডা. আবরার হোসেন (MBBS, কলকাতা), জেনারেল ফিজিসিয়ান ডা. শহীদুল্লাহ শাহেনশাহ (MBBS, কলকাতা), শুশ্রুত আই ফাউন্ডেশনের চক্ষু বিশেষজ্ঞ ডা. বাবু গণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. জয়ন্ত মণ্ডল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি শিবিরে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধও প্রদান করা হয়েছে, যা এলাকার মানুষের কাছে বিশেষভাবে উপকারী বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামা’আতে ইসলামী হিন্দের বীরভূম জেলা নাযিম আসগর আলি, সহকারী জেলা নাযিম আব্দুর রাহিমসহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ। উদ্যোক্তারা জানান, গ্রামীণ ও প্রান্তিক এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।








