কালিয়াচক কলেজের উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রান
নতুন পয়গাম, আবু রাইহান: কালিয়াচক: মালদা জেলার কালিয়াচকে বুধবার কালিয়াচক কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রান’ নামে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগের জন্য আলাদা আলাদা ম্যারাথন দৌড়ের ব্যবস্থা করা হয়। এই ম্যারাথন দৌড়ে মালদা জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। পুরুষ প্রতিযোগীরা কালিয়াচক কলেজ মোড় থেকে দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসা হয়ে ঘুরে পুনরায় কালিয়াচক কলেজ মোড়ে এসে প্রায় ৮ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন। অন্যদিকে মহিলা প্রতিযোগীরা দারিয়াপুর সেন্ট চিশতিয়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কালিয়াচক কলেজ মোড় পর্যন্ত দৌড়ান। জাতীয় সড়কের দুই ধারে সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়, যা পুরো অনুষ্ঠানকে আরও উৎসবমুখর করে তোলে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ট্রফি ও ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ট্রফি ও ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ট্রফি ও ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবুর রহমান, কলেজের গভর্নিং বডির সদস্য সমজুদ্দিন আহমেদ (রাহুল), কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রছাত্রী ও বহু ক্রীড়াপ্রেমী মানুষজন।
কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবুর রহমান জানান, “আজকের প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রান’। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। আজ মোট ১৮২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ৩০ জন মহিলা প্রতিযোগী ছিলেন।” রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, কালিয়াচক কলেজের উদ্যোগে এই প্রথমবার ম্যারাথন দৌড় সফলভাবে সম্পন্ন হল। খেলোয়াড়, দর্শক, ছাত্রছাত্রী এবং যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। যদিও জাতীয় সড়কে দৌড়ের সময় পিছনের সারির কিছু প্রতিযোগীর অসুবিধা হয়েছে, ট্রাফিককে আগেই জানানো হয়েছিল। তবুও যদি কারও সমস্যা হয়ে থাকে, তাদের সঙ্গে আমরা কথা বলব এবং এ বিষয়ে ট্রাফিক বিভাগের সঙ্গেও আলোচনা করা হবে। সার্বিকভাবে ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রান’ কালিয়াচক এলাকায় স্বাস্থ্য সচেতনতা ও ক্রীড়া সংস্কৃতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মত আয়োজকদের।








