অবশেষে জয় নর্থ বেঙ্গলের, আবার ড্র উত্তর ২৪ পরগনার
নতুন পয়গাম, এম. রহমান, শিলিগুড়ি: বিএসএলে অবশেষে জয় পেল নর্থ বেঙ্গল ইউনাইটেড। ড্র করলো উত্তর ২৪ পরগনা। কাল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুন্দরবন বেঙ্গল অটো এফসি’কে ১-০ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। ম্যাচের অন্তিম মূহুর্তে ঘানার আব্দুল সামেদ দুরন্ত গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন।কর্নার থেকে রিকি ঘরামির ভাসানো সেন্টারে স্পটজাম্পে দর্শনীয় হেডে গোল করেন তিনি (১-০)। আর ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরলেন শিলিগুড়ির ছেলে রাজা বর্মন। নর্থ বেঙ্গল গোলের নীচে বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রুখে ম্যাচের নায়ক এই তরুণ গোলরক্ষক। উল্লেখ্য, টুর্নামেন্টে নর্থ বেঙ্গল যেমন মঙ্গলবার প্রথম জয় পেল, তেমনি কালই প্রথম হারের মুখ দেখল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ফলে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করল মেহতাব হোসেনের দল। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা। পক্ষান্তরে, এদিনের জয়ের সুবাদে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল নর্থ বেঙ্গল ইউনাইটেড (৬ ম্যাচে ১০ পয়েন্ট)।
অন্যদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে আবারও আটকে গেল উত্তর ২৪ পরগনা। বীরভূমের সাথে ১-১ গোলে ড্র করল। ম্যাচের ২৯ মিনিটে রহিমথাঙ্গার গোলে এগিয়ে যায় উত্তর ২৪ পরগনার দলটি । তবে প্রথমার্ধের শেষলগ্নে দলকে সমতায় ফেরান কোপা টাইগার্সের মার্শাল হেমব্রম। এরপর দ্বিতীয়ার্ধে দু’দলই বেশ কিছু সুযোগ পেলেও স্কোরলাইনে আর কোনও পরিবর্তন আসেনি। উল্লেখ্য, টুর্নামেন্টে হাফ ডজন ম্যাচ শেষে জয় অধরা কোপা টাইগার্সের। ৬ ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে তারা। উত্তর ২৪ পরগনা ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।








