পুরনো বছরকে বিদায়, নতুন বছরকে স্বাগত
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সোনাখালি জঙ্গলে ঘেরা হজরত সোনাখালী দরবেশ বাবার দরগায় ভিড় জমালেন ডুয়ার্সবাসী। ৩২তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত ওরস উৎসবকে কেন্দ্র করে প্রার্থনায় মুখর হয়ে ওঠে গোটা সোনাখালি এলাকা। নতুন বছর যেন সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনাতেই দরগায় প্রার্থনায় অংশ নেন বিভিন্ন ধর্মের মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের মিলনমেলায় পরিণত হয় সোনাখালির এই ঐতিহ্যবাহী দরগা। এক পাশে ঘন সোনাখালি জঙ্গল, অন্য পাশে বয়ে চলেছে আমরা ভাসা নদী এই দুইয়ের মাঝে অবস্থিত হজরত সোনাখালী দরবেশ বাবার দরগা দীর্ঘদিন ধরেই সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। প্রতিবছর এই বিশেষ দিনে নতুন বছরকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হন।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভুটান এবং পাশের রাজ্য আসাম থেকেও ভক্তদের ঢল নামে দরগায়। মানুষের বিশ্বাস, এই দরগায় মন থেকে প্রার্থনা করলে মনোকামনা পূরণ হয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ নানা ধর্মের মানুষ একসঙ্গে প্রার্থনা করেন—যাতে পুরনো বছরের দুঃখ-কষ্ট আর ফিরে না আসে এবং নতুন বছর সবার জীবনে মঙ্গলময় হয়ে ওঠে। এই ওরস উৎসব আবারও প্রমাণ করল, সোনাখালির দরগা শুধু ধর্মীয় স্থান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।








