শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ফারাক্কার বিজেপি নেতা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, ফারাক্কা: নিজের বুথের এক মহিলা ভোটারকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ডেকে শ্লীলতাহানির অভিযোগে ফারাক্কায় গ্রেপ্তার হলেন এক বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য। অভিযুক্তের নাম দীপঙ্কর দাস। তিনি ফারাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য এবং বাড়ি হাজারপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি শৌচালয় নির্মাণের জন্য আধার কার্ড যাচাইয়ের অজুহাতে শুক্রবার গ্রামের ওই মহিলা ভোটারকে নিজের বাড়ির পাশেই থাকা হোটেল-কাম-লজে ডেকে পাঠান দীপঙ্কর দাস। অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আধার ভেরিফিকেশনের নামে আপত্তিকর আচরণ করেন এবং কুকর্মের চেষ্টা চালান তিনি।
মহিলা ভোটারের অভিযোগ, তিনি চিৎকার-চেঁচামেচি করে কোনওরকমে অভিযুক্তের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিষয়টি ফারাক্কা থানায় জানানো হয়। ওই দিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে হাজারপুর এলাকা থেকে অভিযুক্ত বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য দীপঙ্কর দাসকে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ। শনিবার তাকে আদালতে পেশ করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার অধীনস্থ ফারাক্কা থানার পুলিশ।








