পরীক্ষা প্রস্তুতি ও অনুপ্রেরণামূলক শিবির অনুষ্ঠিত
নতুন পয়গাম, মালদা: আসন্ন ২০২৬ সালের মাধ্যমিক, একাদশ ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বিশেষ পরীক্ষা প্রস্তুতি ও অনুপ্রেরণামূলক শিবির অনুষ্ঠিত হলো। শুক্রবার ৯ জানুয়ারি বিকেল ৩টায় জ্ঞান বিকাশ মিশন প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা পাঠ করেন নওশাদ আলী। প্রারম্ভিক বক্তব্যে মোস্তাফিজুর রহমান পরীক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও সঠিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। শিবিরের কনভেনরের দায়িত্ব পালন করেন উসমান। বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করেন আজমির সরীফ। তিনি বিষয়ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষায় সাধারণ ভুল এড়ানোর বিষয়ে দিকনির্দেশ দেন। পরে আব্দুস সামাদ পরীক্ষার আগে ও পরীক্ষার দিনের করণীয়-বর্জনীয় বিষয়গুলি ব্যাখ্যা করেন। ছোট ভুলের কারণে বড় ক্ষতির উদাহরণ তুলে ধরেন আরাফাত আলি। এছাড়াও শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংগঠনের জেলা প্রতিনিধি বক্তব্য রাখেন। শেষ পর্বে ফারুক আহমেদ মানসিক প্রস্তুতি ও ভয়মুক্ত হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় বসার আহ্বান জানান। শিবিরে পরীক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। আয়োজক ছিল স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন, কদমতলী ইউনিট।
আরও পড়ুন








