“আধুনিক যুগে নারীর ক্ষমতায়ন” শীর্ষক আলোচনা সভা বড়জোড়া কলেজে
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বড়জোড়া কলেজে এদিন লিঙ্গ সংবেদনশীলতা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কলেজের সেমিনার হলে “তিনি যন্ত্রণা থেকে ক্ষমতায় উত্থিত: আধুনিক যুগে নারীর ক্ষমতায়ন” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ড. অরুণ কুমার রায়ের সভাপতিত্বে সভার সূচনা হয়। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া খ্রিস্টান কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. সোমনাথ মুখোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। সামাজিক বঞ্চনা, বৈষম্য ও প্রতিকূলতার মধ্যেও নারীরা আজ শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি নারী-পুরুষের সমান অধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেন।
এই আলোচনা সভায় কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের অংশ হিসেবে বড়জোড়া কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে একটি স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পও আয়োজন করা হয়। সেখানে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এনএসএস স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কলেজের অধ্যক্ষ ড. অরুণ কুমার রায় জানান, ছাত্রছাত্রীদের মধ্যে বাস্তবমুখী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের সেমিনার ও কর্মসূচির ধারাবাহিক আয়োজন করা হচ্ছে।








