ব্লক সভাপতির নেতৃত্বে ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচি হরিরামপুরে
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভা কেন্দ্রেও জোরকদমে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘উন্নয়নের সংলাপ’। কর্মসূচিকে সফল করতে বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস একাধিক টিম গঠন করেছে। এরই একটি টিমের নেতৃত্বে রয়েছেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। তার নেতৃত্বে বড়জোড়া ব্লক আইএনটিটিইউসির সভাপতি মহম্মদ ওয়েস, ছাত্রনেত্রী স্নেহা মুখোপাধ্যায়, অভিষেক পাল-সহ তৃণমূলের নেতা-কর্মীরা হাত আশুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিরামপুর এলাকার বিভিন্ন বুথে এই কর্মসূচি পালন করেন। এদিন পাড়া বৈঠক থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে সরাসরি কথা বলেন নেতৃত্ব।
কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার বুথ সভাপতিরা ছাড়াও উপস্থিত ছিলেন হাট আশুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামিজ রহমান মণ্ডল। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ কতটা পাচ্ছেন, কোন প্রকল্পে কী ধরনের সমস্যা হচ্ছে এবং এলাকায় আরও কী উন্নয়ন করা যায়—এসব বিষয়ে সাধারণ মানুষের মতামত শোনা হয়। পাশাপাশি গত ১৫ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিকল্পনা নিয়েও মানুষকে অবহিত করা হয়। এই কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এত নিবিড় জনসংযোগ কর্মসূচি আগে কখনও দেখা যায়নি বলেই মত স্থানীয়দের। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমেছে শাসক দল। ‘উন্নয়নের সংলাপ’ ও ‘উন্নয়নের পাঁচালী’—এই ধরনের কর্মসূচির মাধ্যমেই জনসংযোগ আরও জোরদার করতে চাইছে তৃণমূল। যদিও বিরোধীরা এই কর্মসূচিকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কড়া ভাষায় তার জবাব দেওয়া হয়েছে।








