হরমনপ্রীতের দুরন্ত ব্যাটিংয়ে উড়ে গেল দিল্লি ক্যাপিটালস
এম রহমান, নতুন পয়গাম, মুম্বাই: থামানো যাচ্ছে না হরমনপ্রীত কউরকে। আগের ম্যাচে ৭৪ এর পর কালও খেললেন ৭১ রানের দুরন্ত ইনিংস।মূলত তাঁর ব্যাটিংয়ে ভর করেই মেয়েদের আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পায় মুম্বাইয়ের মহিলা দল।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫০ রানে জয় পায় তাঁর দল,আর মঙ্গলবার গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৭ উইকেটে। এদিন বাউন্ডারি মেরে ম্যাচ জেতালেন চার বল বাকি থাকতে। তিন ম্যাচে চার পয়েন্ট, হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে।
এই আসরে মুম্বই ইন্ডিয়ান্স কখনও এত বড় রান তাড়া করেনি। শুরুটা যদিও ভালো হয়নি তাদের। গুনালান কমলিনী (১৩) ও হেইলে ম্যাথিউজ (২২) ফিরে যান জলদি। ৩৭-২ অবস্থায় জোট বাঁধেন হরমনপ্রীত ও আমনজোৎ কাউর। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৭২ রান। আমনজোৎ ফেরেন ৪০ রানে। এরপর নিকোলা ক্যারির সঙ্গে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে মাত্র ৪৩ বলে ৮৪ তোলেন হরমনপ্রীত। মারেন সাতটি চার ও দুটো ছক্কা। তাঁর দাপটেই অনায়াসে জিতে যায় মুম্বই।
তার আগে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত ৫ উইকেটে তোলে ১৯২। ভারতী ফুলমালি ১৫ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। হাঁকান ৩টি চার ও ৩টি ছক্কা। তাঁর সঙ্গী ছিলেন জর্জিয়া ওয়ারেহ্যাম। ৩৩ বলে অপরাজিত ৪৪ করেন তিনি। এতে রয়েছে চারটি চার ও একটি ছক্কা। এদিন ছয়ে নামা আয়ূষ সোনি (১৪ বলে ১১) রিটায়ার্ড আউট হন। দ্রুত রান করতে পারছিলেন না তিনি। সেজন্যই এমন সিদ্ধান্ত। গুজরাত জায়ান্টস টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা কাজেও দেয়। সাতে ভারতী ফুলমালিকে নামানোর সুফল পায় তারা। শেষ চার ওভারে ঝড়ের গতিতে ওঠে রান। তবে হরমনপ্রীতের দাপটে ম্লান হয়ে গেল ভারতীর ঝড়।ফলে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল হরমনপ্রীতের দল।








