কালিয়াচকে সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা: কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটির কালিয়াচক শাখার আয়োজনে শুক্রবার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাত আটটায় অনুষ্ঠান শেষ হয়। জানা গিয়েছে, কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হয়। সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি, মালদার অন্যতম যুগ্ম সম্পাদক গজেন কুমার বাড়ই, কালিয়াচকের সহ সভাপতি রবীন্দ্রনাথ দাস ও যুগ্ম মহাসচিব শফিউল ইসলাম। সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় আবৃত্তি, অঙ্কন, প্রবন্ধ, স্বরচিত কবিতা, বক্তৃতা, সংগীত, বাদ্যযন্ত্র বাজানো ও একক নৃত্য বিষয়ে। প্রতিটি বিষয়ে তিন ও চার টি বিভাগে প্রতিযোগিতা হয়। বিভিন্ন বিভাগে প্রায় ৩২৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতার সাথে সাথেই রাণার গান যৌথ ভাবে পরিবেশন করেন রবীন্দ্রনাথ দাস, মনোময় মুখার্জী ও শফিউল ইসলাম। সাংস্কৃতিক প্রতিযোগিতা ঘিরে কালিয়াচকের সাধারণ মানুষ,প্রতিযোগীদের অভিভাবকদের উপস্থিতি ও উৎসাহ- উদ্দীপনা ছিল চোখে পরার মতো। অভিভাবকরা অনেকেই বলছেন এই ধরনের কর্মসূচি আরও বেশি বেশি নেওয়া দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি, কালিয়াচকের সভাপতি ইফতিকার সুফি, সহ সভাপতি কল্লোল রায় ও রবীন্দ্রনাথ দাস, অন্যতম যুগ্ম সম্পাদক আলিউল হক ও শফিউল ইসলাম, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, আকমল হোসেন। উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এজাজুল হক, মনোময় মুখার্জী, প্রবীর বোস, প্রকাশ সাহা, দিবস মণ্ডল, গোপাল মণ্ডল, ডালিয়া বিশ্বাস, অনামিকা রায়, সাহাদাত হোসেন, উজির হোসেন প্রমুখ।








