বুড়ো হাড়েও ভেল্কি দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ ‘বুঢডা হোগা তেরা বাপ’-অমিতাভের এই ডায়ালোগটা অনায়াসেই দিতে পারেন তিনি। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স পেরিয়েছে ৪০। অথচ মাঠে তা বোঝার জো নেই। বয়স তাঁর কাছে নিছকই সংখ্যা মাত্র। ৪০ বছর পেরিয়েও ফিটনেসের নিরিখে অনায়াসেই যে কোনও তরুণকে চ্যালেঞ্জ জানাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবলে হাজার গোলের মাইলফলকের লক্ষ্যে অবিচল পর্তুগিজ মহাতারকা। শনিবার সৌদি প্রো লিগে আল ওখদুদের বিরুদ্ধে জোড়া লক্ষ্যভেদের সুবাদে কেরিয়ারের ৯৫৬তম গোলটি সেরে ফেলেন সিআরসেভেন। শুধু তাই নয়, এই জোড়া গোলের সুবাদে স্থাপিত হল আরও এক উজ্জ্বল নজির। রোনাল্ডোই বিশ্বের প্রথম ফুটবলার, যিনি কেরিয়ারের মোট ১৪টি ক্যালেন্ডার ইয়ারে ৪০ বা তার বেশি গোল করলেন। পিছনে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী লায়োনেল মেসিকে। উল্লেখ্য, চলতি বছরেই ১৩ বারের জন্য এক ক্যালেন্ডার ইয়ারে ৪০ গোল করে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করেছিলেন এলএমটেন। শনিবার আবারও এককভাবে শ্রেষ্ঠত্বের মসনদ পুরুদ্ধার করলেন পর্তুগিজ তারকা।
রোনাল্ডোর এই মহাকীর্তির সফর শুরু হয়েছিল ২০১০ সালে। এরপর টানা ৯ বার ৪০ বা তার বেশি গোলে বছর শেষ করেন তিনি। মাঝে মাত্র দু’বারের জন্য (২০১৯ ও ২০২২) এই লক্ষ্যে পৌঁছতে পারেননি। তবে শেষ তিন বছর আবারও চেনা মেজাজেই ধরা দেন সিআরসেভেন। উল্লেখ্য, মেসি-রোনাল্ডোকে বাদ দিলে আর কেউ দশবারের জন্যও ৪০ গোলের মাইলস্টোন পেরতে পারেননি। পোলিশ তারকা রবার্ট লিওয়ানডস্কি কেরিয়ারে ন’বার ৪০ বা তার বেশি গোলে বছর শেষ করছেন। চল্লিশ বছর বয়সে ৪০ গোলের এই অনন্য নজির গড়ে উচ্ছ্বসিত রোনাল্ডো। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘কঠিন পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। ১৪ বার বছরে অন্তত ৪০টি গোল করা সত্যিই তৃপ্তিদায়ক।’
তবে যেভাবে ছুটছেন তাতে সত্যিই হাজার গোল করে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না।








