ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
নতুন পয়গাম, সাহিনুর ইসলাম, ভাঙড়: ভাঙড়ে ফের আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনায় বোমাবাজির অভিযোগও উঠেছে। আহত হয়েছে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায়। অভিযোগ, তৃণমূল নেতা কালু মোল্লা ও তাঁর পরিবারের নামে গালিগালাজ করছিল আইএসএফের কিছু কর্মী। সেই সময় প্রতিবাদ করতে গেলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রিজুয়ান ইসলামকে মারধর করা হয়। হামলায় তাঁর মাথা ফেটে যায় বলে অভিযোগ পরিবারের।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইএসএফের দুষ্কৃতিরাই এই হামলার সঙ্গে যুক্ত। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। আইএসএফের পালটা বক্তব্য, তাঁরা এলাকায় স্যার (SIR) নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছিলেন। সেই সময় আচমকাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁদের উপর হামলা চালায়।। আহত রিজুয়ান ইসলামকে দ্রুত জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।।রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে ওঠা ভাঙড়ে এই ঘটনায় আবারও উদ্বেগ বাড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে।








