নাগরিক অধিকার ও সংবিধান রক্ষার আহ্বান মানবাধিকার কর্মীদের
নতুন পয়গাম, কুদ্দুস আলি মোল্লা, সোনারপুর: ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার চুনারি পোতায় মানবাধিকার কর্মীদের উদ্যোগে এক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী অধ্যাপক সামসুল আলম। তিনি বলেন, “যারা ধর্ষকদের মালা পরিয়ে সম্মানিত করে, তারা কখনোই দেশের কল্যাণকামী হতে পারে না। অবিলম্বে এমন শক্তিকে সমাজ থেকে বয়কট করা প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সহ-সম্পাদক ভানু সরকার। তিনি বলেন, “দিদি ও মোদী – উভয়েই সমান তালে সাম্প্রদায়িক তাস খেলছেন। এ বিষয়ে সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।” তিনি এসআইআর-এর নামে নাগরিক অধিকার খর্ব করার অভিযোগ তুলে বলেন, “এই দেশের যে ভোটার, সেই এই দেশের নাগরিক। সংবিধান রচনার আগেই ভোটার তালিকা তৈরি হয়েছিল; এ সত্য ভুলে গেলে চলবে না।”
বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বন্দিমুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস তাঁর বক্তব্যে বলেন, “যারা দেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে, মানুষের উপর অত্যাচার চালায় এবং ক্ষমতার অপব্যবহার করে মানুষকে পুড়িয়ে মারে – তারা দেশেরও শত্রু, জনগণেরও শত্রু।” তিনি সংবিধানের বিভিন্ন অধ্যায় ও অনুচ্ছেদ তুলে ধরে দেখান, কীভাবে সংবিধান লঙ্ঘনের মাধ্যমে দেশের ব্যাপক ক্ষতি করা হচ্ছে এবং সংখ্যালঘু খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অত্যাচারের পথ তৈরি করা হচ্ছে।
সমগ্র অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি বিশ্বনাথ মণ্ডল মহাশয়। অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। সারাদিনব্যাপী এই বনভোজন ও আলোচনা সভা মানবাধিকার, সংবিধান ও নাগরিক অধিকার রক্ষার বার্তায় সমৃদ্ধ হয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে।








