জিতে শীর্ষস্থান পোক্ত করলো বার্সা, গোলের নীচে অনবদ্য গার্সিয়া
নতুন পয়গাম: টানা ১৩ ম্যাচ অপরাজিত। এরমধ্যে শেষ ম্যাচেই জিতেছে কাতালানরা। ফলে লা লিগায় আস্তে আস্তে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বার্সেলোনা। ইতিমধ্যেই ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে ইয়ামাল,রাফিনহা’রা। তবে বার্সা কোচ খুশি হতে পারেন বিশেষ একটা কারনে।শেষ কয়েক বছরে বার্সেলোনার গোলমুখে শট মানেই গোল, এমন অভিযোগ তুলেছিলেন সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে। সে পরিস্থিতিটা বদলাতেই কাতালানরা গার্সিয়াকে দলে নিয়েছিল গেল গ্রীষ্মে। নিজের সাবেক দল এস্পানিয়লের বিপক্ষে সেই আস্থারই প্রতিদান দিলেন তিনি।ফলে কোচের মুখেও চওড়া হাসি। তার অবিশ্বাস্য সব সেভই বার্সাকে রাখে ম্যাচে। মূলত তাঁর হাত যশেই এস্পানিওলের মাঠে ২-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। শনিবার রাতের এই জয়ে লা লিগার শীর্ষে তারা সাত পয়েন্টে এগিয়ে গেল।
এদিন জিতলেও বেশিরভাগ সময় চাপে ছিল বার্সা। কিন্তু গোলরক্ষক হোয়ান গার্সিয়া দলকে বাঁচিয়ে রাখেন। পরে বদলি নামা দানি অলমো ও রবার্ট লেওয়ানডস্কি ম্যাচের ভাগ্য বদলে দেন।
ম্যাচের ৮৬তম মিনিটে ফেরমিন লোপেজের পাসে বাঁকানো শটে গোল করেন অলমো। এরপর ৯০তম মিনিটে লোপেজের আরেকটি সহায়তায় গোল করেন লেওয়ানডস্কি। টানা নবম লিগ ম্যাচ জিতল বার্সেলোনা। এস্পানিওলের টানা পাঁচ ম্যাচ জয়ের ধারাও থেমে গেল।
পুরো ম্যাচে এস্পানিওল বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে রবার্ত ফার্নান্দেজ একা গোলরক্ষককে সামনে পেয়েও ব্যর্থ হন। পরে পেরে মিয়ার হেডও দারুণভাবে বাঁচান তিনি। দ্বিতীয়ার্ধেও গার্সিয়া একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন।
ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।








