কোতুলপুরে গৃহস্থে চুরি, গ্রেফতার দুই দুষ্কৃতি, উদ্ধার সামগ্রী
নতুন পয়গাম, তৌসিফ আহাম্মদ, বাঁকুড়া, কোতুলপুর: গৃহস্থে চুরির ঘটনার কিনারা করল বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ। ঘটনায় যুক্ত দুই দুস্কৃতিকে গ্রেফতার করার পাশাপাশি খোয়া যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়েছে। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বড়দিনের রাতে কোতুলপুর থানার নেতাজী মোড়ে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। পাশাপাশি আরও দুটি বাড়িতে চুরির চেষ্টা করা হয়। ঘটনার তদন্তে নেমে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে দুই দুস্কৃতিকে চিহ্নিত করে পুলিশ। গতকাল রাতে বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা এলাকা থেকে গুলশান মন্ডল ওরফে দালাল এবং শারাফত দালাল নামে দুই দুস্কৃতিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দামী ল্যাপটপ ও বেশ কিছু অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন








