রক্তদান ও প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রতঙ্গ বিতরণ শিবির সুনীতা উদ্যোগে
নতুন পয়গাম, ফজল এ এলাহী, বহরমপুর: প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদ জেলার সুনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান সুনীতা এর উদ্যোগে বিশাল রক্তদান শিবির করলেন সুনীতা প্রাঙ্গনে। এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করলেন ১১৩৪ জন। এবং ১০ জন প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রতঙ্গ বিতরণ করা হলো বিশেষ আয়োজনের মধ্যদিয়ে। প্রতিবন্ধীদের একটি শনাক্ত করন শিবির করেছিলেন সুনীতা প্রাঙ্গনে এক মাস আগে আজ সেই সকল প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রতঙ্গ বিতরণ করা হয় একই দিনে দুটি সেবা মূলক কাজ করলেন সুনীতা এর মালিক শেখর চাঁদ মারোঠি মহাশয়। উনি বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুনীতা এর উদ্যোগে সেবামূলক কাজ করে থাকেন সুনীতা প্রাঙ্গনে। শিবিরে রক্ত সংগ্রহ করেন বহরমপুর এর সরকারি ব্লাড ব্যাঙ্ক এবং প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ অনুদীপ সংস্থার সারগাছি রামকৃষ্ণ মিশন এর সেন্টার থেকে ব্যবস্থা করা হয় ও কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটির সৌজন্যে প্রতিবন্ধী শিবির সম্পূর্ণ হয় সুনীতা প্রাঙ্গনে।








