মোরাম রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বস্তিতে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত
নতুন পয়গাম, হলদিবাড়ি: রাজ্যজুড়ে দুর্নীতির ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এ বার উল্টো চাপে পড়ল বিজেপি। উত্তরবঙ্গের হলদিবাড়ির পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে মোরামের রাস্তা মেরামত ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে। ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরে।
অভিযোগ, পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১/১৭২ নম্বর বুথ এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে প্রায় এক কিলোমিটার মোরামের রাস্তা সংস্কারের জন্য প্রায় দু’লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজের নামে মাত্র চার ট্রলি মোরাম ফেলা হয়েছে। তাতেই শেষ হয়ে গিয়েছে সংস্কারের কাজ। ফলে রাস্তায় কার্যত কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ।
এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। কল্যাণ রায়, বিধান রায়দের অভিযোগ, বরাদ্দের তুলনায় কাজ হয়েছে নামমাত্র। তাঁদের দাবি, বিষয়টি খতিয়ে দেখে তদন্ত হওয়া দরকার। উল্লেখযোগ্য ভাবে, পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে মোট ১৪টি আসন রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও তৃণমূল দুই দলই ৭টি করে আসন পায়। পরে টসে জিতে বিজেপি বোর্ড গঠন করে। সেই বোর্ডের বিরুদ্ধেই এ বার দুর্নীতির অভিযোগ ওঠায় রাজনৈতিক তরজা তুঙ্গে।
তৃণমূল এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে। তৃণমূলের হলদিবাড়ি ব্লক সভাপতি মানস রায় বসুনিয়ার দাবি, বিজেপি যেখানে ক্ষমতায়, সেখানেও দুর্নীতি হচ্ছে এই ঘটনা তার প্রমাণ।
যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। বিজেপির হলদিবাড়ি মণ্ডল সভাপতি প্রদীপ রায় এবং পঞ্চায়েত প্রধান রমানাথ বর্মন বলেন, অভিযোগ ভিত্তিহীন। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তাঁরা।
এদিকে, এই প্রসঙ্গে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাঁর নজরে আসেনি। অভিযোগের খোঁজ নিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপি যখন দুর্নীতির ইস্যুতে শাসকদলকে আক্রমণ করছে, ঠিক তখনই নিজেদের পরিচালিত পঞ্চায়েতে এই অভিযোগ রাজনৈতিক ভাবে যে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।








