ধূপগুড়িতে বিজেপির প্রতিবাদ মিছিল
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: I-PAC কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল করল ভারতীয় জনতা পার্টি। সোমবার সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়। এদিন ধূপগুড়ি বিজেপি পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলটি ধূপগুড়ির প্রধান রাজপথ ধরে থানা চত্বর পরিক্রমা করে চৌপথি হয়ে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়, বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত, ধূপগুড়ি টাউন মণ্ডল বিজেপির সভাপতি পাপাই বসাক, জেলা নেতা অগ্নি রায়, বিজেপির প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণদেব রায়, বলরাম বসাক সহ একাধিক নেতা ও কর্মী। মিছিল চলাকালীন বিজেপি কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিজেপির অভিযোগ, I-PAC-এর অফিসে ইডি তদন্ত চলাকালীন গুরুত্বপূর্ণ নথি সরিয়ে চোরদের আড়াল করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ওই অফিসে ‘গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’ লেখা একাধিক ফাইল পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি।
এই প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন, রাজ্যে গণতন্ত্র ভেঙে পড়েছে এবং মানুষ এখন বুঝে গেছে কারা দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাধ্যমেই রাজ্যের বর্তমান সরকারের পরিবর্তন হবে। এছাড়াও ধূপগুড়ির বিধায়ককে কটাক্ষ করে চন্দন দত্ত বলেন, নির্বাচনের পর এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। মহকুমায় এখনও নতুন দপ্তর গড়ে ওঠেনি এবং হাসপাতালে স্থায়ী সুপার নিয়োগ হয়নি বলেও তিনি অভিযোগ করেন।








