ধূপগুড়িতে বেজে গেল ‘২৬’-এর নির্বাচনী ডঙ্কা! দেওয়াল লিখনে প্রচার শুরু বিজেপির
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গেল ধূপগুড়িতে। হারানো জমি ফিরে পেতে মরিয়া হয়ে নির্বাচনী প্রচার শুরু করল ভারতীয় জনতা পার্টি। দেওয়াল লিখনের মধ্য দিয়েই ধূপগুড়ি শহরে আনুষ্ঠানিকভাবে প্রচারের সূচনা করল বিজেপি। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু বিজেপি বিধায়কের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে ভরাডুবি ঘটে বিজেপির। সেই উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। সেই হারানো আসন পুনরুদ্ধার করতেই এবার ২০২৬ সালের নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমেছে বিজেপি।
মঙ্গলবার সকালে কুয়াশা মোড়া পরিবেশে ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র তিলক চাঁদের গলি থেকে বিজেপির দেওয়াল লিখন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। ধূপগুড়ি টাউন মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। নেতৃত্ব দেন ধূপগুড়ি টাউন মণ্ডল সভাপতি পাপাই বসাক, টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক রণ ঘোষ-সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা ও নেতৃত্বরা। দলীয় সূত্রে জানানো হয়েছে, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই দেওয়াল লিখন কর্মসূচির সূচনা। এদিন দেওয়ালে মূল স্লোগান হিসেবে লেখা হয় “বাঁচতে চাই, বিজেপি তাই”।
এই প্রসঙ্গে ধূপগুড়ি টাউন মণ্ডল সভাপতি পাপাই বসাক বলেন,“আগামী বিধানসভা নির্বাচনে শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই হবে। বর্তমানে বাংলায় অরাজক পরিস্থিতি চলছে। কোথাও আইনের শাসন নেই। বিজেপি বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন,“সামনে বিধানসভা নির্বাচন। তাই আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করেছি। শহরের প্রতিটি অলিগলি থেকে শুরু করে পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন করা হবে। মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়, সেই লক্ষ্যেই বিজেপি কাজ করছে। ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে এটাই আমাদের প্রত্যাশা।” ২০২৬-এর আগে ধূপগুড়ির রাজনীতিতে যে উত্তাপ বাড়তে শুরু করেছে, বিজেপির এই দেওয়াল লিখন কর্মসূচি তারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।








