‘বিসিসিআই-এর সিদ্ধান্ত অনৈতিক’ – বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার
নতুন পয়গাম: থামার কোন লক্ষনই নেই। ভারত-বাংলাদেশ ক্রিকেট উত্তেজনা অব্যাহত। আগেরদিন বিসিবি ঘোষণা দিয়েছিল বিশ্বকাপে দল পাঠাবে না তারা। এবার আর এক কাঠি উপরে গিয়ে তারা জানালো-আইপিএলও দেখাবে না সে দেশের চ্যানেল। সোমবার ইউনুস সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বার্তা। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আর আগের মতো নেই। দু’দেশেই বাড়ছে একে অপরের প্রতি বিদ্বেষ। এই অবস্থায় আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় জল যে অনেক দূর গড়াবে, সেই আশঙ্কা ছিলই। সেদেশে আইপিএল সম্প্রচার বন্ধের পক্ষে শনিবারই সরব হয়েছিলেন ইউনুস সরকারের আইন মন্ত্রকের প্রধান আসিফ নজরুল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে গতকাল ইঙ্গিত দিয়েছিল ইউনুস সরকার। আর গতকাল, সোমবার প্রকাশ করা হল বিজ্ঞপ্তি। যেখানে বলা হয়েছে, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনৈতিক। ‘এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’ ফলে আইপিএল সম্প্রচার করবে না তারা।
এখন দেখার জল কতদূর গড়ায়।
আরও পড়ুন








