সিউড়িতে বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ আশাকর্মীদের
খান সাহিল, নতুন পয়গাম, বীরভূম: একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে শুক্রবার সিউড়ি শহরে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা। সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে মিছিলের পর তারা রাস্তা অবরোধ করেন, যার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। কেন্দ্র সরকারের ঘোষিত ইন্সেন্টিভ দ্রুত কার্যকর করা, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন নির্ধারণ – এই সব দাবিকে সামনে রেখেই এদিনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন কয়েকজন আশাকর্মী রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনও দাবি পূরণ হয়নি। ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবশেষে রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা সংগঠিতভাবে ডিএম অফিসের দিকে যান। সেখানে জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে নিজেদের দাবি ও অভিযোগ বিস্তারিতভাবে জানান আশাকর্মীরা। জেলা শাসক তাঁদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন ।
এই ঘটনাকে ঘিরে সিউড়ি শহরে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত প্রশাসনিক আশ্বাসে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে আশাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।








